বুধবার, ১২ জানুয়ারী, ২০১১

বিএসএফ-এর গুলিতে বাঙলাদেশী কিশোরী ফেলানি নিহত হবার প্রতিবাদ

কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি বালিকা ফেলানি নিহত হবার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্র-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। রোববার এক বিবৃতিতে তারা এ কথা জানান।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ফেলানিকে গুলি করে হত্যা করে বিএসএফ। হত্যার পর তার লাশ চার ঘণ্টারও বেশি সময় কাঁটাতারের বেড়ায় ঝুলে ছিলো। পরে বিএসএফ লাশ নামিয়ে তা বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করে। এছাড়াও উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের হাতে বেশ কয়েকজন বাংলাদেশি হত্যার ঘটনা ঘটে। এছাড়া প্রতিনিয়ত বাংলাদেশিদের ধরে নিয়ে নির্যাতনের ঘটনাও ঘটাচ্ছে বিএসএফ। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, সীমান্তে ২০১০ সালে ৬৫ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। এসময় আহত হয়েছে আরও ৭১ জন বাংলাদেশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন